নিজস্ব প্রতিবেদক
রাঙামাটিতে ট্রাক-মিনি ট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহল আমিনের বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ এনে প্রতিবার চেয়েছে রাঙামাাটি ট্রাক-মিনি ট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। শুক্রবার বিকালে রাঙামাটি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন রুহুল আমিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা ট্রাক, মিনি ট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি এটিএম হাসমত উল্লাহ। তিনি বলেন, রাঙামাটি পৌর পরিবহন টার্মিনালে স্বঘোষিত নামধারী নেতা মো. রুহুল আমিন বাহিনীর সন্ত্রাস, চাঁদাবাজি ও জোর-জুলুম করে শ্রমিক নেতা কর্মীদের জিম্মি করে রেখেছে রুহুল আমিন বাহিনী।
তিনি বলেন, গত ৯ মে ২০২৪ আমাদের সংগঠনের কর্মীর ওপর হামলা চালায় তারা। এই নির্যাতন থেকে আমরা পরিত্রাণ পেতে চাই। আমরা বৈধভাবে নির্বাচিত হওয়ার পরও আমরা দায়িত্ব পালন করতে পারি নাই। তার কারণ হলো রুহুল আমিন বাহিনীর হাতে পরিবহন সেক্টর জিম্মি হয়ে আছে। এ রুহুল আমিন গত দুই বছর ধরে আমাদের সম্পত্তি দখল করে মাসে সাড়ে সাত হাজার টাকা করে আদায় করছে। এছাড়া সে বিভিন্ন গাড়ি থেকে কোন স্বাক্ষর ছাড়া ইচ্ছে মত চাঁদা আদায় করছে। তাদের কারণে আমরা সংগঠনের কর্মী চালকদের মৃত্যু ভাতা দিতে পর্যন্ত দিতে পারছি না। রুহুল আমিন ও তার বাহিনী থেকে পরিবহন সেক্টরকে উদ্ধার করার অনুরোধ জানাচ্ছি।
সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, আমরা শ্রমিকদের কোন কার্যক্রম বা গরিব অসহায় চালকদের সাহায্য সহযোগিতা করতে পারছি না। সদস্যদের চাঁদা আদায় করতে দিচ্ছে না রুহুল আমিন। আমাদের শরীর ও গা দেওয়ালে ঠেকে গেছে। এখন আমরা রাজপথে নেমে প্রতিবাদ করা ছাড়া আর কোন উপায় থাকবে না।
এসময় আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মো. সোলাইমান, সিনিয়র সদস্য আজিজুল হক ও শ্রমিক সদস্য মানিকুল ইসলাম মানিক।