মিশু দে
রাঙামাটি শহরের রিজার্ভ বাজারস্থ শ্রীশ্রী মনসা ও কালী মন্দিরের চার দশকে পদার্পন ও নবনির্মিত মন্দিরের অভিশেষ উপলক্ষে দুইদিন ব্যাপি নানা আয়োজন মঙ্গলশোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকালে রাঙামাটি প্রেসক্লাবের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রাটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে মন্দির পাঙ্গণে গিয়ে শেষ হয়। ঐতিয্যবাহী মন্দিরটির দুইদিনব্যাপি আয়োজনের মধ্যে মঙ্গল শোভাযাত্রা ছাড়াও রয়েছে চিত্রাংকন প্রতিযোগিতা, রক্ত গ্রুপ নির্ণয়, ধর্মসভা, গঙ্গা আহবান, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশ্ব শান্তি কামনায় শ্রী চন্ডী হোম যজ্ঞ, মঙ্গলঘট স্থাপন, পূর্জা অর্চনা, মঙ্গল আরতি ও ধর্মীয় গীতি পরিবেশন। মন্দির অভিষেক ও ধর্মসভার উদ্বোধন করবেন রামকৃষ্ণ সেবাশ্রম চট্টগ্রাম এর অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ। চন্ডী যজ্ঞের শুভারম্ভ করবেন জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ অভেদানন্দ ব্রহ্মচারী মহারাজ ধর্মীয় গীতি পরিবেশন করবে ‘টিম বৃষ্টি ‘। মনসা ও কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি রাজু প্রসাদ দে জানান, রাঙামাটি শহরের ঐতিয্যবাহী মনসা ও কালী মন্দিরের চারদশকে পদার্পন ও নবনির্মিত মন্দিরের অভিষেক উপলক্ষে আমরা দুইদিনব্যাপি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আশা করছি সকলের সহযোগিতায় এই অনুষ্ঠান সুন্দর পরিবেশে শেষ করতে পারবো
চার দশকে রাঙামাটি মনসা ও কালী মন্দির,বর্ণিল নানান আয়োজন
রাঙামাটি
1 Min Read
Previous Articleনেতৃত্ব বদলালো রাঙামাটি চেম্বারে, নেতৃত্বে মামুন-আলী বাবর-নেসার
Next Article পিসিসিপির কম্বল বিতরণ রাঙামাটি শহরে
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2025 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.