লংগদু প্রতিনিধি
রাঙামাটির লংগদুতে এলিফেন্ট রেসপন্স টীমের (ইআরটি) সহযোগীতায় অসুস্থ হাতিকে চিকিৎসা দিয়ে বনে ফেরার সুযোগ করে দিয়েছে বনবিভাগ।
গত তিনদিন ধরে অসুস্থ হয়ে ভাসান্যদম ইউনিয়নের পূর্ব চাইল্যাতলী এলাকায় দুটি বন্য হাতি অবস্থান করছিল। তার মধ্যে একটি হাতিকে অসুস্থ দেখে রোববার (২৮ মে) বন বিভাগকে খবর দেন স্থানীয়রা।
খবর পেয়ে রাঙামাটি বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রেজাউল করিম চৌধুরীর সার্বিক সহযোগীতায় এবং স্থানীয় বন বিভাগের তৎপরতায় সোমবার বিকালে রাঙামাটি ও শুভলং বনবিভাগ এবং চট্টগ্রাম থেকে মেডিকেল টিমের দুজন চিকিৎসকের সহযোগীতায় অসুস্থ হাতিকে চিকিৎসা দিয়ে বনে ছেড়ে দেওয়া হয়।
চিকিৎসকরা জানান, হাতিটির বাঁ পায়ে পুরোনো একটি ক্ষত রয়েছে। ফলে পা নাড়াচাড়া করতে পারছিল না। আমরা প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছি। আশা করছি শিঘ্রই হাতিটি সুস্থ হয়ে উঠবে।
বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, এখানে আমাদের এলিফেন্ট রেসপন্স টীম (ই আর টি) দীর্ঘদিন যাবৎ কাজ করছে। মূলত তাদের মাধ্যমেই আমরা হাতির অসুস্থতার খবর পাই। এরপর চিকিৎকের সহযোগীতায় অসুস্থ হাতিটিকে চিকিৎসা দেওয়া হয়েছে। হাতি রক্ষায় বনবিভাগকে সহযোগীতা করার পাশাপাশি হাতি ও মানুষের নিরাপদ সহবস্থান নিশ্চিত করতে এই দলের ভূমিকা রয়েছে।
ভেটেনারি অফিসার ও কক্সবাজার বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্মকর্তা ডা. হাতেম সাজ্জাদ বলেন, আমরা এসেই হাতিটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেই এবং হাতিটি সুস্থ হয়ে বনে ফিরে গিয়েছে।