জিয়াউল জিয়া
সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল আনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮ টায় পুলিশি বাঁধা উপেক্ষা করে বাংলাদেশ সম্মিলিত সনাতনী
জাগরণ জোটের আয়োজনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের পৌরসভা থেকে শুরু হয়ে বনরুপা হয়ে আবারও পৌরসভা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের পক্ষে বক্তব্য রাখেন অজিত শীল, ইসকন রাঙামাটির পরিচালক প্রদ্রু কুমার দাস। এময় বক্তারা বলেন, বাংলাদেশের সনাতনীদের অন্যতম নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। এমন একজন ধর্মীয় গুরুকে বিমানবন্দর থেকে ডিবি যেভাবে গ্রেফতার করেছে আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এই ঘটনাই বলে
দেয় তারা সনাতনীদের কণ্ঠরোধ করতে চায়। এবং আমাদের এই প্রতিবাদ মিছিলে পুলিশ ন্যক্কারজনক হস্তক্ষেপ করেছে, যা স্বাধীন মত প্রকাশের পরিপন্থী।
বক্তারা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি দেয়া না হলে রাঙামাটিতে সনাতনীরা রাজপথে নেমে আসবে এবং আরও কঠোর কর্মসূচী চালিয়ে নেওয়ার ঘোষণা দেন বক্তারা।
প্রসঙ্গত, সোমবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুরসহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের ৮ দফা দাবি
নিয়ে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। এছাড়া তিনি চট্টগ্রামে হাটহাজারী পুন্ডরীক ধামের অধ্যক্ষ।