জিয়াউল জিয়া
পার্বত্য চট্টগ্রাম থেকে পাহাড়ি নারীদের চীনে পাচারের অভিযোগে গ্রেফতারকৃত তিনজনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গ্রেফতার তিনজনকে তোলা হলে বিচারক কাউসার পারভীন তাদের জেল হাজতের প্রেরণের আদেশ দেন।
গ্রেফতারকৃতরা হলেন- সজীব চাকমা, মামিয়া চাকমা ও জেসি চাকমা। তাদের বিরুদ্ধে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান থেকে নিরীহ পাহাড়ি মেয়েদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে চীনে পাচারের অভিযোগ উঠে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুন রাঙামাটি শহর থেকে পাচারের উদ্দেশ্য এক কলেজ ছাত্রীকে অপহরণ করা হয়। পরে ২৬ জুন পুলিশ ঢাকা থেকে উদ্ধার করা হয়। পরে ঐ ছাত্রী গত ২৭ জুন রাঙামাটির বাঘাইছড়ি থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরই বাঘাইছড়ি থানা তদন্ত শুরু করে। পরে বাঘাইছড়ি থানা পুলিশের নেতৃত্বে একটি টিম ঢাকায় পুলিশের কাউন্টার টেররিজমের সহায়তায় ঢাকার উত্তরায় একটি বাসা থেকে রাতে বুধবার রাতে তাদের গ্রেফতার করে।
এদিকে পার্বত্য চট্টগ্রাম থেকে প্রলোভন দেখিয়ে চীনে নারী পাচার চক্রের মূল হোতাদের গ্রেফতার ও শাস্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রধান ফটকের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করে বিভিন্ন স্তরের সাধারণ মানুষ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কার্বারি হিরলাল চাকমা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বিজয় চাকমা, উন্নয়ন কর্মী সুভাশীষ চাকমা, কবি কিকো দেওয়ান, কলেজ ছাত্র উচিমং মারমা।
এসময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের কিছু স্বার্থান্বেষী লোক পাহাড়ের সাধারণ ছেলেমেয়েকে ভুল বুঝিয়ে চীনে পাচার করে আসছে। দীর্ঘদিন ধরে এই ধরনের কার্যক্রম চলে আসলেও প্রশাসন এক্ষেত্রে নীরব। বক্তারা গ্রেফতার হওয়া আসামিদের দৃষ্টান্তমুলক শাস্তি ও পাচারকাজে জড়িত মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি জানান।