জিয়াউল জিয়া ॥
রাঙামাটি শহরের বিভিন্ন সময়ে চুরি হাওয়া ২০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে উদ্ধারকৃত মোবাইল মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ শাহ ইমরান, অপরাধ শাখার ওসি মো. মনিরুল ইসলামসহ পুলিশের উর্ধ্বতন কর্তকর্তারা।
ফোন ফেরত পেয়ে মো. রুবেল হোসেন বলেন, গত দুই বছর আগে আমার বাসা থেকে ফোনটি চুরি হয়। পরে জিডি করার পর আজ ফোন হাতে পেয়েছি। আমি তো এই ফোনের আশাই ছেড়ে দিয়েছিলাম। ধন্যবাদ জানাই পুলিশের টিমকে।
ইন্দ্র বিকাশ চাকমা বলেন, ফিসারি থেকে বাসায় যাওয়া পথে ফোনটি সিএনজিতে হারিয়ে যায়। পরে জিডি করার পর আজ ফোনটি পেয়ে খুব ভালো লাগছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ শাহ ইমরান জানান, পুলিশ সুপারের নির্দেশে তথ্য প্রযুক্তির সহায়তায় সাইবার ক্রাইম মনিটরিং সেল এ প্রচেষ্টায় রাঙামাটি জেলার বিভিন্ন থানায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন জিডি মূলে অনুসন্ধান করে দেশের বিভিন্ন স্থান হতে চলতি মাসে ২০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, জেলা পুলিশ নিয়মিত কাজের ফাঁকে এই জনসেবাটি করে যাচ্ছে। আরও গভীরে গেলে হয়তো চোরকেও শনাক্ত করা সম্ভব হতো। কাউকে পুরাতন মোবাইল ফোনসহ যে কোন ইলেকট্রনিক ডিভাইস না কেনার অনুরোধও জানান তিনি।
পুলিশ সূত্র থেকে জানা যায়, গত মাসে চুরি হাওয়া ১২৮টি ফোন উদ্ধার করা হয়।