মো. ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়ির পানছড়ি উপজেলা দিয়ে বয়ে চলা চেঙ্গী নদীর ৬-৭ কিলো জুড়ে চলছে মাছ ধরার উৎসব। মাছ ধরছেন ছোট-বড় সকলেই।
মিঠা পানির এই নদীর একটি অংশে কৃষকদের সুবিধার্থে বাঁধ দেয়া হয় ২০১৩ সালে। প্রায় দশ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বাঁধটি রাবার ড্যাম নামে সকলের নিকট পরিচিত।
শনিবার রাবার ড্যাম’র বাঁধ খুলে দেয়ায় থলে ভরপুর করে মাছ ধরেছেন বিভিন্ন এলাকার শতশত মানুষ। এতে ট্যাংরা, গুইল্যা, টাকি, তেলাপিয়া, মাগুর, কার্প, নলা, মলা, পুঁটিসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে।
নির্দিষ্ট সময় পরপর বাঁধটি খুলে দিলে ঢল পড়ে মানুষের। ছোট মাছগুলি বদ্ধ অবস্থায় থাকায় বেশ বড় হয়ে যায়। আর তাতেই শতশত মানুষ দিনভর জাল দিয়ে ধরে মাছ। নানা ধরনের মাছ পেয়ে প্রত্যেকের মুখের হাসি আর আটকে থাকে না।