নিজস্ব প্রতিবেদক ॥
দেশের জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায় প্রতিটি নাগরিককে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহবান জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, দেশের আপামর জনসাধারণ বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ তরুণ প্রজন্মকে প্রকৃতি সংরক্ষণে সম্পৃক্ত করে তৃণমূল পর্যায়ে বৃক্ষরোপণের জন্য সচেতনতা সৃষ্টি করা গেলে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব তার থেকে আমরা অনেকাংশে রক্ষা পাবো।
বৃহস্পতিবার সকালে ‘সবুজে সাজাই বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চ্যানেল আই প্রকৃতি জীবন ক্লাবের উদ্যোগে রাঙামাটি রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এসব কথা বলেন।
চ্যানেল আই প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা আশীষ কুমার চাকমা নব এর সভাপতিত্বে ও উপদেষ্টা রাঙামাটি পাবলিক কলেজের প্রভাষক আদনান পাশা সুজার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রানী দয়াময়ী স্কুলের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক, চ্যানেল আই রাঙামাটি প্রকৃতি ও জীবন ক্লাবের প্রধান সমন্বয়ক মনসুর আহম্মেদ, ক্রীড়াবিদ ওয়াশিংটন চাকমা, দৈনিক রাঙামাটির ব্যবস্থাপনা সম্পাদক বেগম সুফিয়া কামাল ঝিমি।
এ সময় রাঙামাটি প্রেস ক্লাবের অর্থ সম্পাদক পুলক চক্রবর্তী, সাংবাদিক মিল্টন বাহাদুর, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ, সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু, সাংবাদিক উছিংছা রাখাইন কায়েস, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. আবু তৈয়ব, ঝিনুক ত্রিপুরা, ওয়াল্ড পিস এন্ড হিউম্যান রাইটস সোসাইটির সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত রাজা, সামাজিক সংগঠন ইয়ুথের প্রতিনিধি মো: হোসাইন ইকবালসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলদ, বনজ ঔষধী গাছের চারা বিতরণ করা হয় এবং সভা শেষে অতিথিবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন গাছের চারা রোপণ করেন।
একই দিন বিকেলে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে শহরের প্রবেশ মুখে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ম্যুরালের সামনে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়। এ সময় সাপছড়ি ইউনিয়নের মেম্বার লিটন বড়ুয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই বর্ষা মৌসুমে চ্যানেল আই প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে এক হাজার গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে।