মেহেরাজ সুজন,নানিয়ারচর
রাঙামাটির নানিয়ারচরের টানা বৃষ্টির মধ্যে চেঙ্গী নদীর ছড়া পাড় হতে গিয়ে নিখোঁজ এক্ক্যেইয়া চাকমার মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানায়,গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ধার্য্যাছড়া গ্রামের বাসিন্দা মৃত রামেশ্বর চাকমার ছেলে এক্ক্যেইয়া চাকমা (৮০) বড় ছেলের বাড়ি হতে তার ছোট ছেলের বাসায় ফেরার পথে প্রবল বর্ষণের সময়কালে ছড়া পার হতে গিয়ে প্রবল স্রোতে ভেসে যায় এবং তাকে খোজাখুজি করে পাওয়া যায়নি। পরদিন শনিবার চেঙ্গী নদীর জলে ভেসে উঠে মরদেহ।
এ বিষয়ে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুজন হালদার জানায়,নিখোঁজ হওয়ার পর থেকেই পুলিশ আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রেখেছে। শনিবার বিকালে নিখোঁজ এক্ক্যেইয়া চাকমার মরদেহ উদ্ধার হয়েছে।