নিজস্ব প্রতিবেদক
ঐতিহ্যবাহি ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন পাহাড়ের দুই গুরুত্বপূর্ণ নেতা বীর বাহাদুর ও দীপংকর তালুকদারের দুই পুত্র।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী ও বান্দরবান থেকে টানা ছয়বার নির্বাচিত সংসদ সদস্য বীর বাহাদুর উসেশিং এর পুত্র রবিন বাহাদুরকে সদ্য ঘোষিত কমিটিতে সহসভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। এর আগের কমিটিতে তিনি উপ ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে ছিলেন। ছাত্রলীগের রাজনীতিতে বরাবরই সক্রিয় রবিন।
অন্যদিকে রাঙামাটির সংসদ সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদারের পুত্র অর্কপল তালুকদারকে কেন্দ্রীয় কমিটির উপ ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে এলএলবি শেষ করে এলএলএম অধ্যয়নরত অর্কপল তালুকদার রাঙামাটি জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির তথ্য ও গবেষনা সম্পাদক হিসেবে আছেন বলে নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমা।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারন সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান সাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সংগঠনটির পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষিত হয়।
কমিটিতে খাগড়াছড়ির সন্তান শাহাদাত হোসেন উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক এবং রাঙামাটির লংগদু উপজেলার আমির হোসেন খসরু উপ তথ্য ও গবেষনা সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বলে জানিয়েছে ছাত্রলীগ নেতারা।
রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমা জানিয়েছেন, ‘পাহাড়ের দুই গুরুত্বপূর্ণ নেতার সন্তান ও বঙ্গবন্ধুদের আদর্শের দুই সৈনিককে কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই দেয়ায় আমরা কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আমাদের জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষনা সম্পাদক অর্কপল তালুকদারকে কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেয়ায়। আমি মনে করি এই দুই নেতার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামে ডিজিটাল বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ছাত্রলীগ আরো বেশি অবদান রাখতে পারবে।’