মিশু মল্লিক
শান্তি, কল্যাণ এবং আখিরাতে মুক্তি পেতে চাইলে ইসলামী ছাত্রশিবিরের পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন রাঙামাটি জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক আব্দুল আলীম। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে এই মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, বাংলাদেশকে যদি একটি সন্ত্রাস ও জনকল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে হয় তাহলে ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বের মাধ্যমে তা সম্ভব। ন্যায় ও জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সাধারণ জনগণ ও ছাত্র সমাজকে ইসলামী আন্দোলনের পক্ষে আসার জন্য আহবান জানান তিনি।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী শহরের পৌরসভা চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে প্রদক্ষিণ শেষে বনরুপায় এসে সমাবেশে মিলিত হয়।
ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলার সভাপতি মোঃ শহিদুল ইসলাম শাফি এর সভাপতিত্বে ও সেক্রেটারি রবিউল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটির আমীর ও রাঙামাটি জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল আলিম।
এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলার সাবেক সভাপতি এ্যাডভোকেট হারুনুর রশিদ, সাবেক সভাপতি আব্দুস সালামসহ আরো অনেকে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরো বলেন, আমি মা-বাবাদের প্রতি আহবান জানাই আপনারা আপনাদের সন্তানকে ইসলামী ছাত্রশিবিরের কাছে বুঝিয়ে দিন। পরবর্তীতে আপনারা একজন নেক ও আদর্শ সন্তান পাবেন এবং দেশ পাবে একজন দায়িত্বশীল নাগরিক। তিনি ছাত্রশিবিরের নেতাকর্মীদের ক্লাস ও পড়ালেখায় আরো মনযোগী হওয়ার আহবান জানান।
ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলার সভাপতি মোঃ শহিদুল ইসলাম শাফি বলেন, এই ফ্যাসিস্ট সরকার বিগত সময়গুলোতে কখনো প্রকাশ্যে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে দেয়নি। তাঁরা ছাত্রশিবিরকে জনবিচ্ছিন্ন করতে চেয়েছিল, আজ তাঁরাই দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আগামীতে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, দ্রব্যমূল্যের দাম কমানো ও নতুন শিক্ষা কমিশন গঠনের দাবি জানান তিনি।