বিশেষ প্রতিবেদক, বান্দরবান
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর হামলাকারী আওয়ামীলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে বান্দরবানে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে ছাত্রদলের ব্যানারে আয়োজিত কর্মসূচীতে ছাত্রদল’সহ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী এ মানববন্ধনে অংশ নেয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, বিএনপির পৌর শাখার আহ্বায়ক মো. নুরুল ইসলাম, সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব চনুমং মারমা, পৌর বিএনপি’র সদস্য সচিব মো. শফি, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার নাথ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোরসেদ বিন ওমর, পৌর যুবদলের সদস্য সচিব মো. ফিরোজ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম প্রমুখ।
বিএনপির পৌর শাখার আহ্বায়ক মো. নুরুল ইসলাম বলেন,বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর হামলাকারীদের বিরুদ্ধে বান্দরবান মামলা করা হয়েছে। সেই মামলায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। দেশের অবস্থা ভালো। আর আওয়ামী লীগের অবস্থা হচ্ছে খারাপ। ১৭ বছরের লুট পাটকারীরা এখনও এলাকায় রয়ে গেছে। তাদের অচিরেই গ্রেপ্তার করতে হবে।