বান্দরবান প্রতিনিধি
নানা আয়োজনে বান্দরবান সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথদেবের রথযাত্রা উৎসব পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে বান্দরবান কেন্দ্রীয় দুর্গা মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার শুরু হয়। এই উপলক্ষে দিনব্যাপী চলে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আলোচনা সভা, আরতি কীর্তন, ভাগবত কথা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণসহ নানা অনুষ্ঠানমালা। প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়। জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে বান্দরবানে বিভিন্ন ধর্মীয় সংগঠন, মন্দির এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) দিনব্যাপী অনুষ্ঠান কর্মসূচী আয়োজন করে।
মঙ্গলবার বিকালে সাড়ে তিনটায় প্রধান অতিথি জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তীবরিজী বেলুন উড়িয়ে রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে পুলিশ সুপার মো; তারিকুল ইসলাম, বান্দরবান শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি নিখিল দাশ, সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাশ শেখর, রথযাত্রা উদযাপন পরিষদ ২০২২ এর সভাপতি কানু দাশ, সাধারণ সম্পাদক জনী সুশীলসহ সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তীবরিজী বলেন,সম্প্রীতির অন্যন্য উদাহরণ পার্বত্য জেলা বান্দরবান। এখানে ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাশাপাশি বাঙালিদের সহবসবাস সস্প্রীতির সেতু বন্ধন রচিত হয়েছে।
বর্তমান সরকারের আমলে প্রত্যেক ধর্মের জনসাধারণ নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান সুন্দরভাবে পালন করতে পারছে।
এদিকে বিকেল সাড়ে তিনটায় শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দির থেকে রথযাত্রা উৎসবের রথটি রশী দিয়ে টেনে শ্রী শ্রী রক্ষা কালিমন্দির বালাঘাটায় নেওয়া হয়। হিন্দু ধর্মালম্বী নারী পুরুষ, তরুন তরুণীদের অংশ গ্রহণ করে রথযাত্রায়। আগামী ২৮ জুন উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের এই রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে।
জগন্নাথদেবের রথযাত্রা উৎসব বান্দরবানে
ব্রেকিং নিউজ
2 Mins Read
Previous Articleরাবিপ্রবি শিক্ষক সমিতির নেতৃত্বে গৌরব এবং হাবিবা
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2025 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.