জনগণের আহ্বানে সাড়া দিয়ে ঐক্য-সমঝোতায় ফিরে আসার জন্য জেএসএস-এর প্রতি আহ্বান জানিয়েছেন ইউপিডিএফের অন্যতম সংগঠক মাইকেল চাকমা। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের জনগণ আঞ্চলিক রাজনৈতিক দলসমূহকে সংঘাতের পথ পরিহার করে ঐক্য-সমঝোতায় আসার আহ্বান জানাচ্ছে। হাজার হাজার ছাত্র-তরুণ বিক্ষোভ করেছে। তিনি সন্তু লারমা ও তার দল জেএসএস-এর প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখনো সময় আছে জনগণের প্রণের দাবি ঐক্য-সমঝোতায় ফিরে আসুন, জনগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল হোন। তা না হলে আপানদেরকে জনগণ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে।
শুক্রবার বিকালে ঢাকায় শাহবাগ এলাকায় একটি হলরুমে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর উদ্যোগে ইউপিডিএফ সংগঠক ও সাবেক পিসিপি নেতা শহীদ মিটন চাকমার স্মরণে আয়োজিত শোকসভায় তিনি এই আহ্বান জানান।
শোকসভা শুরুতে শহীদ মিটন চাকমার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ইউপিডিএফ’র সংগঠক মাইকেল চাকমা, পিসিপির সভাপতি অংকন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জিকো ত্রিপুরা ও ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্টের সহ-সাধারণ সম্পাদক প্রমোদ জ্যোতি চাকমা। এছাড়াও সভায় উপস্থিত ছাত্র-যুব-নারী ও কিশোর-কিশোরীরা শহীদ মিটন চাকমার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিটন চাকমাসহ অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পানছড়িতে ইউপিডিএফ’র সংগঠক ও সাবেক পিসিপি নেতা মিটন চাকমার স্মরণে আয়োজিত শোকসভায় পিসিপির সভাপতি অঙ্কন চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জিকো ত্রিপুরা ও ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্টের সহ-সাধারণ সম্পাদক প্রমোদ জ্যোতি চাকমা। শোকসভায় শহীদ মিটন চাকমার রাজনৈতিক জীবনী পাঠ করেন পিসিপির সাংগঠনিক সম্পাদক শুভাশীষ চাকমা।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর ২০২৪ খাগড়াছড়ির পানছড়িতে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস-এর সশস্ত্র সদস্যদের হামলায় সাবেক ছাত্র নেতা ও ইউপিডএফ সংগঠক মিটন চাকমা নিহত হন।(বিজ্ঞপ্তি)