বিশেষ প্রতিবেদক, বান্দরবান ॥
জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পতনের মাধ্যমে আমাদের প্রথম ধাপের বিজয় নিশ্চিত হয়েছে। তবে পরিপূর্ণ বিজয় না আসা পর্যন্ত নেতাকর্মীদের সুসংগঠিতভাবে ঐক্যবদ্ধ থেকে রাজপথে আন্দোলন চালিয়ে যেতে হবে। তিনি বলেন, দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচনের আয়োজন করুন। কালক্ষেপণ না করে ভোটের পরিবেশ তৈরি করুন। জনগণ ভোটের জন্য উন্মুখ হয়ে আছেন। জনগণ ভোটে নির্বাচিত সরকার দেখতে চান।
বুধবার বিকালে বান্দরবানে প্রেসক্লাবের সামনে বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম এসব কথা বলেছেন।
জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেন, রাষ্ট্রের জন্য কি ভালোমন্দ সেটি রাজনীতিবিদরাই জানেন। অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ সময় ক্ষেপণ করবেন না, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শুধু রাজনীতিবিদদের জন্য ইতিহাস নয়, ক্ষমতাসীন সকলের জন্য শিক্ষা। দেশের ক্লান্তিলগ্নে দেশের মানুষের পাশে দাঁড়ান শহীদ জিয়াউর রহমান। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালির ভাই ভাই সুসম্পর্ক প্রতিষ্ঠা করেছিলেন।
জেলা বিএনপি’র সভাপতি মাম্যাচিং এর সভাপতিত্বে অন্যদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজা, বাংলাদেশ জাতীয়তাবাদী বুদ্ধিস ফোরামের সভাপতি লুসাইমং, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, বিএনপি নেতা সাহাদাত হোসেন জনি, রিটল বিশ্বাস, সেলিম রেজা, জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম বক্তব্য রাখেন।
এদিকে জনসমাবেশের আগে জেলার সাতটি উপজেলা, ৩৩টি ইউনিয়ন ও দুটি পৌরসভা থেকে জেলা বিএনপি’সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ডখন্ড মিছিল নিয়ে জড়ো হয় স্থানীয় রাজারমাঠে। সেখান থেকে বিশাল র্যালি বেরিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে যুক্ত হয় জনসমাবেশ স্থলে।