অনুপম মারমা, থানচি
বান্দরবানের থানচি উপজেলা মায়ানমার সীমান্ত ঘেঁষা অবস্থানরত রেমাক্রী ইউনিয়নের মালুংগ্যা পাড়া মাতৃহারা ১০ দিন বয়সের শিশুকে লালন পালনের নগদ ২০ হাজার টাকাসহ শিশু খাদ্য, কাপড়সহ অন্যান্য উপকরণ দিয়েছে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ইউএনও মুহাম্মদ আছিফ উদ্দীন মিয়া। বুধবার সকালে প্রশাসনিক কার্যালয়ের শিশুটি পিতা আছোমং মারমার হাতে নগদ অর্থ ও উপকরণ তুলে দেয়া হয়।
জানা গেচ্ছে, গত ৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে শিশুটির মা যমজ সন্তান প্রসব করেন। শিশুটির মা ও অপর যমজ বোন জন্মের পর পর পুষ্টি খাদ্যের অভাবে মারা যান।
মাংচন মেম্বার বলেন, থানচি সদর থেকে ¤্রংগং যেতে ইঞ্জিন বোটের দুই দিন সময় লাগে। আমাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মুহাম্মদ আছিফ উদ্দীন মিয়া নির্দেশ দিলে আমি শিশু ও তার বাবা খালা-খালুকে থানচি সদরে নিয়ে আসি।
স্বাস্থ্য কমপ্লেক্স’র স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ, আবাসিক চিকিৎসক ডা. আবদুল্লাহ আল নোমান নিবিড় পর্যবেক্ষণের পর শিশুটিকে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুহাম্মদ আছীফ উদ্দিন মিয়া বলেন, ভবিষ্যতে যেকোন প্রয়োজনে সার্বিক সহযোগিতার নিশ্চয়তা প্রদান করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, শিশুটি মায়ের দুধ অভাবে ১.৭ ওজন হয়েছে। অনেক দুর্বল শরীরে অবস্থা তাঁকে বাঁচানোর প্রয়োজনীয় পদক্ষেপসহ চিকিৎসা ব্যবস্থা নেয়া হয়েছে।