নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ভবনের সভাকক্ষ কিন্নরী’তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নাসির উদ্দিন।
কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশাঙ্ক চাকমা, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, রাইখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সেলিম।
আলোচনা সভায় বক্তারা বলেন, নাগরিক সব সুবিধা গ্রহণ করতে হলে অবশ্যই সকল নাগরিককে জন্ম নিবন্ধন করতে হবে। সেই সাথে কেউ যদি মৃত্যু বরণ করে তাই ইউনিয়ন পরিষদে গিয়ে মৃত্যু নিবন্ধন করা উচিত।
এর আগে একটি র্যালি উপজেলা কমপ্লেক্স এলাকা প্রদক্ষিণ করে।