ঈদকে সামনে রেখে জমে উঠেছে রাঙামাটির ঈদ বাজার। সময়ের সাথে সাথে ভীড় বাড়ছে শপিংমল গুলোতে।
রাঙামাটি শহরের বনরূপা ও রিজার্ভ বাজার ঘুরে দেখা যায় ক্রেতার উপচে পড়া ভিড়। তুলনামূলক দাম বেশি দাবি ক্রেতাদের, অন্যদিকে বিক্রেতারা বলছেন আশাঅনুরূপ ক্রেতার দেখা মিলছে এবার।
পরিবার নিয়ে শপিং করতে আসা পপি আক্তার বলেন, আমি আমার বাবার বাড়ি ও শ্বশুড় বাড়ির সবার জন্য কেনাকাটা করছি। মোটামুটি তাদের ও বাচ্চাদের কেনাকাটা শেষ। আগে তো পরিবারের খুঁশি তাই তাদেরটা আগে। তারপর আমি ও আমার স্বামীর জন্য নিবো।
আরেক ক্রেতা ফেরদৌস খাঁন বলেন, এখন তো সবকিছুর দাম বাড়তি। সে অনুপাতে কাপড়ের দামও বাড়তি। বাড়তি হলেও বছরে একটা ঈদ খুঁশির দিন। কাপড়চোপড় তো কিনতে হয়। আমি একটা পাঞ্জাবি, দুইটা প্যান্ট, দুইটা শার্ট ও একটা টিশার্ট নিয়েছি বাকি আছে জুতা। সেটা একটু দেখে শুনে তারপর নিবো।
বনরূপার দেশ ফ্যাশন হাউজের পার্টনার আলী হোসেন জানান, ক্রেতা আস্তে আস্তে বাড়ছে এবং বেচাকেনা মোটামুটি হচ্ছে। আশা করছি আগামী যে কয়দিন আছে সেগুলোতে ভালো ব্যবসা হবে।
নিউ কালেকশন শাড়ি বিতানের স্বতাধিকারী রূপন দে বলেন, এবছর কাপড়ের দাম আগের বছরের তুলনায় কিছুটা বেশি দেখতেই পারছেন সব কিছু কেমন দাম। তার উপর ঢাকার বাজারে আগুন। সব মিলে দামটা একটু বেশি। তবে ক্রেতাদের ভালো সাড়া আছে। চাঁদরাত পর্যন্ত আশা করছি এরকম সাড়া থাকবে।
মিতা সু’র সত্বাধিকারী মো: ফারুক বলেন, জুতার চাহিদা রয়েছে ভালো। এখন পর্যন্ত আশাঅনুরুপ ব্যবসা ভালো হয়েছে। বাকি যে কয়দিন আছে এতেও ব্যবসা ভালো হবে বলে আশা করছি।