নিজস্ব প্রতিবেদক
‘উদ্ভাবনায় বন সম্ভাবনায় বন’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে রাঙামাটিতে আন্তর্জাতিক বন দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাঙামাটি বন বিভাগের আয়োজনে র্যালি ও বৃক্ষ রোপণের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
পরে বন সংরক্ষক রাঙামাটি অঞ্চলের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জুম নিয়ন্ত্রণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. জাহিদুর রহমান মিয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বন অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা মো. সোহেল রানা। সভায় ইউএনএফ বিভাগ রাঙামাটি ও সাংবাদিকবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বন দিবস মূলত মানুষকে গাছের গুরুত্ব বোঝাতে দিবসটি পালিত হয়। এরমধ্যে বৃক্ষরোপণ অন্তর্ভুক্ত। জলবায়ু পরিবর্তনের আসন্ন বিপদ থেকে রক্ষা করতে বনের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। গাছ থাকলে নিরাপদ থাকবে পরিবেশ, অক্সিজেন বৃদ্ধির পাশাপাশি সবুজ বন পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তাই প্রত্যেকেরই উচিত নিজ নিজ স্থান থেকে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে বেশি বেশি গাছ লাগানো।
উল্লেখ্য, বন ও বনভূমি নিরাপত্তা স্বার্থে ২০১২ সালে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ২১ মার্চকে আন্তর্জাতিক বন দিবস ঘোষণা করা হয় সেই থেকে সারা বিশ্বে এই দিবসটি পালিত হয়ে আসছে।