ডেস্ক রিপোর্ট ॥
খাগড়াছড়ি জেলার সদরস্থ কমলছড়ি এলাকা সর্বস্তরের জনগণ কমলছড়ি পাইলট স্কুলের মাঠে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও প্রাক্তন রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমাকে প্রাণঢালা সংবর্ধনা প্রদান করেন। এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে কমলছড়ি এলাকাবাসী ছাড়াও আশ^পাশের্^র এলাকাবাসীরাও উপস্থিত ছিলেন। এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এলাকাবাসী বিভিন্ন স্তরে জনগণ ফুলেল শুভেচ্ছা জানান এবং ক্রেস্ট ও উত্তরীয় দিয়ে সম্মান জানান। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ০২ নং কমলছড়ি ইউনিয়নে ২৬৪ নং ভূয়াছড়ি মৌজার হেডম্যান কৃতিময় চাকমা। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এ ধরনের সংবর্ধনা আয়োজনের জন্য কমলছড়ি এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোর্ডের চেয়ারম্যান পদে দুই বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
চেয়ারম্যান বলেন , আমাদের সব কিছু ক্ষেত্রে প্রতিযোগিতামূলক বিশে^র সাথে তাল মিলিয়ে চলতে হবে। কিভাবে শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা যায়, দুর্গম এলাকা স্কুলগুলোকে কিভাবে ডিজিটালাইজ করা যায়, মাল্টিমিডিয়া ক্লাস রুমে সুযোগ সুবিধা কিভাবে দেয়া যায় ইত্যাদি লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কাজ করে যাচ্ছে। আমাদের শিক্ষা ছাড়া কোন বিকল্প নেই।
এছাড়া পার্বত্যাঞ্চলের জনগণের জীবিকা অর্জনের ক্ষেত্র বাড়ানো, জলবায়ু পরিবর্তন এবং বৈশি^ক উষ্ণতা নিরসনের লক্ষ্যে কাজ করে যেতে চান বলেও তিনি জানান। এজন্য তিনি সকলের সাথে হাতে হাত মিলিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যেতে চান যেখানে বৈষম্য থাকবে না, থাকবে সহমর্মিতা। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড যোক্তিকতা সহকারে বিভিন্ন ধরনে স্কিম/প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে যাবে বলে তিনি সংবর্ধনা সভায় সংশ্লিষ্ট সকলকে আশ^স্ত করেন।
এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বোর্ডের চেয়ারম্যানের সহধর্মিনী নন্দিতা চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা বিভিন্ন পেশায় অবসরপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে সদস্য, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ অনেক সুধী উপস্থিত ছিলেন।