জিয়াউল জিয়া ॥
জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মহিলা কাবাডি দল জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি সরকারি কলেজের উদ্যোগে কলেজের মহিলা কাবাডি দলকে সবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু ছৈয়দ চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক শান্তুনু চাকমা ও ইংরেজি বিভাগের শিক্ষক অনির্বাণ বড়ুয়া।
রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু ছৈয়দ চৌধুরী বলেন, দুর্গম এলাকায় এমন অনেক প্রতিভা লুকিয়ে আছে। ছাত্র-ছাত্রীদের মাঝে লুকিয়ে থাকা প্রতিভা খুঁজে বের করতে কলেজ কর্তৃপক্ষ কাজ করছে। বিশেষ করে মেয়েদের খেলাধুলাকে আরও এগিয়ে নিতে সবসময় পাশে থাকবে। যারা যারা ভালো খেলবে তাদের পুরস্কৃত করা হবে। এর মাধ্যমে নতুন নতুন খেলোয়াড় তৈরি হবে।
এই ধরনের খেলোয়াড় তুলে আনতে সব ধরনের সহযোগিতার কথা বলেন জেলা পরিষদ চেয়ারম্যান।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে কাবাডি দলের প্রত্যেক খেলোয়াড়কে নগদ ১০ হাজার টাকা পুরস্কার দেন জেলা পরিষদ চেয়ারম্যান।
মাঠ ও পর্যাপ্ত প্রশিক্ষণ পাওয়া গেলে দেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে খেলার স্বপ্ন দেখেন তারা। নিজ কলেজে সংবর্ধনা পেয়ে আনন্দিত আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মহিলা কাবাডি দলে চ্যাম্পিয়নরা। চান সরকারি সুযোগ সুবিধা।