নিজস্ব প্রতিবেদক
রাঙামাটি আসন থেকে জাতীয় পার্টির প্রার্থীতা প্রত্যাহারের প্রতিবাদে বিক্ষোভ ও প্রার্থী মো. হারুনুর রশিদের ছবি পুড়িয়েছে জাতীয় পার্টির নেতাকর্মীরা। সোমবার দুপুরে শহরের বনরূপায় এই কর্মসূচি পালন করে তাঁরা।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আরফান আলী ও জ্যোতি বিকাশ চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউর করিম, চন্দন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মির্জা মাসুদ রানা।
এসময় বক্তারা বলেন, কেন্দ্রীয় ও জেলার নেতাকর্মীদের সাথে কোন প্রকার আলোচনা না করে হারুনুর রশিদ তার একক সিদ্ধান্তে প্রার্থীতা প্রত্যাহার করেছেন। আমরা তার এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। তার আরো বলেন, তিনি নিজের সুবিধা আদায়ের জন্য নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
জেলা জাতীয় পার্টির সভাপতি মো. হারুনুর রশিদকে রাঙামাটিতে অবাঞ্চিত ঘোষণা করেন নেতাকর্মীরা, পাশাপশি জাতীয় পার্টি থেকে তাকে বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় কমিটিতে আবেদন পাঠানো হয়েছে জানান তারা।
প্রসঙ্গত রবিবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনের শেষ সময়য়ে অর্থাৎ ৩টা ৫৫ মিনিটে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে জাতীয় পার্টির প্রার্থী মো. হারুনুর রশিদ তাঁর প্রার্থীতা প্রত্যাহার করে নেন।