সাইফুল হাসান ॥
৭ থেকে ১৩ জুন জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন’র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিনোদ শেখর চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন বলেন, আমাদের পুষ্টি সমৃদ্ধ একটি দেশ গঠন করতে হবে। আমাদের শিশুদের পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে।
তিনি আরও বলেন, পাহাড়ের এ অঞ্চলে দেখা যায় মানুষ বিভিন্ন দুর্গম গ্রাম থেকে শাক-সবজি এনে বাজারে বিক্রি করে যাবার সময় নানান জিনিসপত্র কিনে নিয়ে যায়। যা পুষ্টিকর নয়, তাই আমাদেরকে পুষ্টি সচেতনতা বাড়াতে হবে। বর্তমান সরকার পুষ্টির বিষয়ে বেশ আন্তরিকতার সাথে কাজ করছে।
এসময় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান কর্তৃপক্ষ।