মিশু মল্লিক ॥
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাঙামাটিতে সমাবেশ ও র্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে শহরের পৌরসভা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি র্যালি পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউ মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিলসহ ছাত্রদল, যুবদল, কৃষকদল, মহিলাদল, তাঁতীদল, স্বেচ্ছাসেবকদলসহ বিএনপির বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনসমূহের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ৭ নভেম্বর জাতীয় জীবনের এক ঐতিহাসিক দিন। ১৯৭৫ সালের এই দিনে স্বাধীনতা সুরক্ষা ও হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশের সিপাহী-জনতা রাজপথে নেমে এসেছিল। তাঁরা আরো বলেন, ৫ই আগস্ট দেশের মানুষের জীবনে স্বস্তি নেমে আসলেও এখনো অনেক কাজ বাকি রয়ে গিয়েছে। দেশকে পুনঃনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তারা।