অনুপম মারমা, থানচি
জাতীয় শোক দিবস এবং স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, শ্রদ্ধা নিবেদনসহ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে থানচিতে। শাহদাৎ বার্ষিকি উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ এর বলিপাড়া ৩৮ ব্যাটালিয়ন ( বিজিবি) অসহায় ও দুঃস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে।
মঙ্গলবার (১৫ আগষ্ট) সকালে থানচি উপজেলার বলিপাড়াস্থ ব্যাটালিয়ন সদরে অসহায়, দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এছাড়াও যৌথখামার বিজিবি ক্যাম্পে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন ৩৮ বলিপাড়া ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ – উল- আলম পিএসসি । এসময় ব্যাটালিয়ানের পদস্থ বিজিবি কর্মকর্তারা ইউপি মেম্বার,হেডম্যান,গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত থেকে স্বতস্ফুর্ত অংশ গ্রহন করেন।
৩৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্নেল লে. কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ – উল- আলম পিএসসি বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক দেশের সীমান্ত অঞ্চলে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীর আওতায় আজ থানচি উপজেলার স্থানীয় হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছে অত্র ব্যাটালিয়ন। তাছাড়া অসুস্থ রোগীদের চিকিৎসা প্রদান সহ জনকল্যাণমূখী কর্মসূচী পালন করছে বিজিবি।