জিয়াউল জিয়া
একুশে পদকপ্রাপ্ত, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. জিনবোধি ভিক্ষুর ওপর হামলার প্রতিবাদ এবং হামকারীদের বিচারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে রাঙামাটির সম্মিলিত বৌদ্ধ নাগরিক সমাজের ব্যানারে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি সম্মিলিত বৌদ্ধ নাগরিক সমাজের আহবায়ক কিরণ বিকাশ চাকমার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সদস্য সচিব তপন কুমার বড়ুয়া, যুগ্ম আহবায়ক রবীন্দ্র লাল বড়ুয়া ও মৃদুল কান্তি বড়–য়া, বাংলাদেশ বৌদ্ধ গোষ্ঠীয় প্রচার সংঘের মহিলা সহ সভাপতি মোহিনী রঞ্জন চাকমা। এছাড়াও বৌদ্ধ ধর্মীয় স¤প্রদায়ের নর-নারীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন শিক্ষাবিদ ও একজন বৌদ্ধ গুরুর ওপর ন্যাক্কারজনক এমন হামলা খুবই নিন্দনীয়। তারা ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দ্রæত বিচারের আওতায় আনান দাবি জানান।
প্রসঙ্গত, গত ৮ মার্চ প্রফেসর ড. জিনবোধি একুশে পদকপ্রাপ্ত হওয়ায় চট্টগ্রাম বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দের আয়োজনে দুই দিনব্যাপি ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। বৌদ্ধ সমিতির কিছু নেতা মন্দিরের ফটক বন্ধ করে বিশৃঙ্খলা তৈরি চেষ্টা করে। এমন সময় ভান্তের মোবাইল ফোনটি রেখা রানী নামের এক নারী কেড়ে নেয়। এই ঘটনা হাতাহাতি পর্যায়ে চলে যায়।