বুধবার রাঙামাটির এফডাব্লিউটিআই মিলনায়তনে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে পার্বত্যাঞ্চলের সর্বপ্রথম অনলাইন ভিত্তিক ব্লাড ব্যংক Jibon”জীবন”। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃকামাল উদ্দীন আহমেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মওলানা মোঃ শাহজাহান। এছাড়াও সংগঠনের সদস্যসহ রক্তদাতারা। মূলত,সুবিধাবঞ্চিত এতিম শিশুদের জন্যই ছিলো এই আয়োজন। পাহাড়ে পাহাড় সদৃশ শত প্রতিবন্ধকতাকে তুচ্ছ করে ২০১১ সালের ১১ই নভেম্বর জন্ম নেয়া এই স্বেচ্ছাসেবী সংগঠনটি ইতোপূর্বেও বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে। কয়েকজন স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী রাঙ্গামাটি সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব আনোয়ারুল কবীর পটোয়ারীর নেতৃত্বে এই সংগঠনটি গড়ে তোলে। বর্তমানে তারা রাঙামাটির গন্ডি পেরিয়ে বিভাগীয় শহরগুলোতে স্বেচ্ছায় রক্তদান,মানবিক সাহায্য প্রদান ও বিভিন্ন সামাজিক উন্নোয়নমূলক কাজ করে যাচ্ছে। সম্পূর্ণ অরাজনৈতিক ও
অলাভজনক এই সংগঠনটির সাধারণ সম্পাদক সাজিদ-বিন-জাহিদ জানান,”আমাদের সংগঠনের মূলনীতি Human & Humanity তথা মানব ও মানবতা আর আমরা এটিকেই অন্তরে ধারন করে এগুচ্ছি। সমাজের বিভিন্ন মহলের সহযোগীতা পেলে সংগঠনটি আরো ব্যপ্ত ও সমৃদ্ধ হবে বলেও জানান তিনি।
Jibon”জীবন” -কে Facebook ও Twitter এ খুব সহজেই খুঁজে নিন।
http://www.facebook.com/jibonorg
http://www.twitter.com/jibonorg
WhatsApp:01715173450
জরুরী রক্তের প্রয়োজনেঃ+8801854266674(জীবন)