নিজস্ব প্রতিবেদক
জুম্ম নারীকে ধর্ষণের প্রতিবাদ এবং অভিযুক্তদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের রাজবাড়ি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সমাবেশে মিলিত হয়।
হিল উইমেন্স ফেডারেশনের অর্থ সম্পাদক হিরা চাকমার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সাধারণ সম্পাদক সুমিত চাকমা, পিসিপি’র কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অন্তর চাকমা, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উলিসিং মারমা, পিসিপি’র সহ সাধারণ সম্পাদক রনেল চাকমা।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, খাগড়াছড়ির রামগড়ে এক জুম্ম নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, রাঙ্গামাটির বনরূপায় দ্বিতীয় শ্রেণির জুম্ম ছাত্রীকে ধর্ষণ চেষ্টা এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক জুম্ম নারীকে ধর্ষণ চেষ্টাকারীকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের লক্ষ্যে দ্রæত রোডম্যাপ ঘোষণাও দাবি জানানো হয়।