পার্বত্য জেলার সার্বিক উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। তিনি বলেন, পরিষদে প্রতিমাসে অনুষ্ঠিত উন্নয়ন সভায় জেলার উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিগণ উপস্থিত থেকে এ জেলার বসবাসরত মানুষের শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠায় সু-পরামর্শ এবং মতামত প্রদান করা প্রয়োজন। তিনি বলেন, সকলের সমন্বয়ে আলোচনা ও মতামতের ভিত্তিতে এ জেলার উন্নয়ন ঘটাতে হবে। এলাকার উন্নয়ন এবং সমন্বয় বাস্তবায়ন করাই হবে আমাদের সকলের প্রধান দায়িত ও কর্তব্য। রোববার সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে জুলাই মাসের জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান এ আহ্বান জানান।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ চৌধুরী, সিভিল সার্জন ডাঃ ¯েœহ কান্তি চাকমাসহ জেলার বিভিন্ন বিভাগীয় প্রধান ও কমিটির সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার বলেন, পবিত্র রমজান মাসের পূর্ববর্তী ও পরবর্তী সময়ে যেসব অবৈধ কার্যক্রম হয় তা পুলিশ প্রশাসন ও এ জেলার জনগণের আন্তরিকতা ও সহযোগিতায় কারণে স্বাভাবিক পরিস্থিতি রাখতে সক্ষম হয়েছে। তিনি বলেন, জেলার উন্নয়নের স্বার্থে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে গত মাসে কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে এবং আগামীতে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হবে। তিনি পুলিশ প্রশাসনকে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে সহযোগিতা করারও আহ্বান জানান।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, দেশের অন্যান্য জেলার ন্যয় রাঙামাটিতে প্রচুর পরিমানে বৃষ্টিপাত হচ্ছে তাই উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, জেলা প্রশাসনের পাশাপাশি আপনার নিজ নিজ দায়িত্বে এ জেলার পাহাড়ের পাদদেশে বসবাসরত জনগণকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য পরামর্শ প্রদান করবেন।
এছাড়া সভায় উপস্থিত অন্যান বিভাগীয় কর্মকর্তাগণ স্ব স্ব বিভাগ ও জেলার সমস্যা মতামত ও অন্যান্য কার্যক্রম উপস্থাপন করেন। চেয়ারম্যান সমস্যা ও মতামতগুলো গুরুত্বের সাথে আলোচনা করে সমাধানের পরামর্শ এবং পরিষদ হতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।