‘পারস্পরিক দূরত্ব কমিয়ে সমন্বয়ের মাধ্যমে পাহাড়ের মানুষের ভাগ্য উন্নয়নে আমাদের সকলকে একযোগে এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক এনজিওদের কার্যক্রমের মাধ্যমে অবহেলিত অনগ্রসর মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটিয়ে পার্বত্য জেলা তথা এ দেশ বিনির্মাণে আমাদের সবাইকে নিরলসভাবে কাজ করতে হবে।’
বুধবার রাঙামাটি জেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলার এনজিও কার্যক্রম তত্ত্বাবধান ও মূল্যায়ন সংক্রান্ত জেলা কমিটির দ্বি-মাসিক সভায় সভাপতির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এসব কথা বলেন ।
চেয়ারম্যানের সভাপতিত্বে সভায় পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলামসহ জেলার স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় জেলার স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার বিগত মাসের তুলনামূলক কার্যক্রমগুলো প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন আরএইচডিসি-ইউএনডিপি-সিএইচটিডিএফ যৌথ প্রকল্পের জেলা উন্নয়ন কর্মকর্তা অর্নব চাকমা।
সভায় চেয়ারম্যান আরো বলেন, এনজিও’র কারণে একদিকে যেমন পাহাড়ের মানুষরা উপকৃত হচ্ছে তেমনি বেকারত্বও কিছুটা দূর হচ্ছে। তিনি আগামী সভায় জেলায় স্থানীয় কোন কোন এনজিও’র কার্যক্রম চলছে এবং কোন কোন এনজিও’র কার্যক্রম বন্ধ রয়েছে তা তদন্ত সাপেক্ষে তালিকা প্রণয়ন করারও নির্দেশ দেন।