রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে ইউএনডিপি-সিএইচটিডিএফ ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় আয়োজিত প্রকল্প প্রস্তাব তৈরি এবং প্রকল্প চিহ্নিতকরণ বিষয়ক দু‘ দিনের কর্মশালা শুরু হয়েছে।
কর্মশালায় ঢাকার সংসদ সচিবালয় এর পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোঃ মোস্তাক গাউসুল হক, প্রোজেক্ট ম্যানেজমেন্ট সল্যুসন বিডি’র কো-অর্ডিনেটর মোঃ ওহিদুজ্জামান ও লাইন ডিপার্টমেন্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালার উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।