রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ইউএনডিপি-সিএইচটিডিএফের যৌথ প্রকল্পের ওরিয়েন্টশন অন সিএইচটি ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি সভা বুধবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ও বিশেষ অতিথি হিসেবে পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ, ইউএনডিপি’র ডেপুটি ডাইরেক্টর প্রসেনজিৎ চাকমা, ডিস্ট্রিক ম্যানেজার ঐশ্বর্য চাকমা, পরিষদের সকল সদস্য ও ইউএনডিপি-সিএইটিডিএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় পার্বত্য শান্তিচুক্তির আলোকে সরকারকে সহায়তা প্রদানের লক্ষ্যে ইউএনডিপি পার্বত্য অঞ্চলে বিভিন্ন বিষয়ে কাজ করছে বলে সভায় জানান ইউএনডিপির কর্মকর্তারা। এসময় তারা এ জেলায় চলমান প্রকল্পের বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বলেন, ইউএনডিপি প্রকল্পের মাধ্যমে এ জেলায় শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি ক্ষেত্রে অনেক উন্নয়ন ঘটেছে, যা প্রত্যন্ত অঞ্চলে গেলে প্রত্যক্ষ করা যাবে। এছাড়া সাপোর্ট টু সিএইচটি পুলিশ, জেন্ডার, নারীর ক্ষমতা, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, লোকাল কনফিডেন্স ব্লিডিংসহ বিভিন্ন বিষয়ে ইউএনডিপি কাজ করছে।
সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠির ভাগ্য উন্নয়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ-ইউএনডিপি-সিএইচটিডিএফের কার্যক্রমগুলো সত্যিই প্রশংসনীয়। এ প্রকল্পের মাধ্যমে দুর্গম এলাকায় অবস্থানরত মানুষের পরিবেশ পরিস্থিতি ও অর্থনৈতিক স্বচ্ছলতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে এ জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিকে এগিয়ে নিতে ইউএনডিপির ভূমিকা অপরিসীম। তাদের এ কার্যক্রমগুলোকে ত্বরানিত করতে সরকারের পাশাপাশি জনপ্রতিনিধি ও সচেতন ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।