সোমবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ মিনি সম্মেলন কক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি নিরূপা দেওয়ানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহ-সভাপতি এ্যাডভোকেট সুস্মিতা চাকমা, সদস্য চাঁদ রায়, মোঃ আব্দুল মামুন, ললিত সি চাকমা, সাংবাদিক হরিকিশোর চাকমা এবং অমলেন্দু হাওলাদার ।
সভায় বক্তারা জেলার শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সরকার ব্যবস্থা বিষয় নিয়ে আলোচনা করেন। পার্বত্য শান্তিচুক্তির আলোকে শিক্ষা ও স্বাস্থ্য বিভাগ পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগ বিধায় সভায় বক্তারা জেলার শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে আরো জোরদার ও ত্বরান্বিত করার জন্য পার্বত্য জেলা পরিষদ হতে বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে আলোকপাত করেন।
সভায় চেয়ারম্যান সমস্যা ও মতামতগুলো গুরুত্বের সাথে বিবেচনায় এনে সমাধানের পরামর্শ এবং পরিষদ হতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন ।