নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটিতে এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে জেলা প্রশাসন চত্বরে নিম্ন আয়ের মানুষের হাতে এই কম্বল তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন, নেজারত ডেপুটি কালেক্টর শামীম পাটোয়ারীসহ অন্যান কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, বছরের প্রথম দিন থেকে রাঙামাটিতে ধীরে ধীরে শীতের তীব্রতা বাড়ছে। এতে নি¤œ আয়ের মানুষ শীতে কষ্ট পাচ্ছিল। তাদের এই কষ্ট লাঘবে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল এবং ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কম্বলসমূহ বিতরণ করা হলো। আমরা চাই না একজন মানুষও শীতে কষ্ট পাক। তাই আমরা বিভিন্ন টিমে বিভক্ত হয়ে দুর্গম এলাকায় এলাকায় গিয়ে দরিদ্র মানুষের হাতে কম্বল পৌঁছে দিচ্ছি। এছাড়াও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকা ও মিতিঙ্গাছড়ি এলাকা, সুখী নীলগঞ্জ এলাকা, কলেজ গেট এলাকা এবং বনরূপা বাজার এলাকায় প্রায় এক হাজার দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।
এদিকে কম্বল পেয়ে খুশি সাধারণ মানুষ। তারা এ উদ্যোগের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।