নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই
জেল হত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ কাপ্তাই উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার সকালে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিলের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি থোয়াইচিং মং মারমা, যুগ্ম সম্পাদক আব্দুল ওহাব ও মোঃ নুরুল্লাহ ভূইয়া, সাংগঠনিক সম্পাদক সাগর চক্রবর্তী, সদস্য উজ্জ্বল ভট্টাচার্য, ওয়াগ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চিরনজীত তঞ্চঙ্গ্যা, চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম, রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার, চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক কচি, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মনোয়ারা জাহান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ সিদ্দিকী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. একরামুল হক, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী আবু সরোয়ার সুমন, কাপ্তাই উপজেলা মৎস্যজীবি লীগের যুগ্ম আহবায়ক সুভাষ দাশ, কাপ্তাই উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক মিচিং প্রু মারমা ও কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম সুমন।
আলোচনা সভায় বক্তারা সকল প্রকার ষড়যন্ত্রকে রাজপথে প্রতিহত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় দীপংকর তালুকদার এমপিকে পুনরায় নির্বাচিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। এর আগে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নিরবতা পালন ও শোক র্যালি বের করা হয়।