মানিকছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী উচ্চ বিদ্যালয়ে ” আশা শিক্ষা কর্মসূচি আওতায় ঝরেপড়া রোধে (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী) শিক্ষার্থী অভিভাবকদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় আশা শিক্ষা কর্মসূচি শিক্ষা সুপারভাইজার মো.রবিউল আহমেদ’র সঞ্চালনায় তিনটহরী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুদীপ কুমার নাথ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আশা শিক্ষা কর্মসূচী জেলা কর্মকর্তা মো.কবির হোসেন,বিশেষ অতিথি ছিলেন
তিনটহরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত আতিউল ইসলাম, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আশা শিক্ষাকর্মসূচী বিভাগীয় অফিসার আরিফুল ইসলাম, তিনট্যহরী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক আলমাস মিয়া,শাহারিয়ার হাসান, মো.আনোয়ার হোসেন প্রমূখ। এসময় বক্তারা বলেন ঝরে পরা রোধে শিক্ষকের পাশাপাশি অভিভাবকরা এগিয়ে আসতে হবে।
এসময় অতিথি বলেন ২০১১ সাল থেকে শিশু ও দ্বিতীয় শ্রেণী কার্যক্রম শুরু হয়েছিল। বর্তমানে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীদের এ আওতায় আনা হয়েছে।আগামীতে ৯ম ১০ম শ্রেণী শিক্ষার্থীদের ঝরে পরা রোধে এ আওয়াতায় আনার পরিকল্পনা রয়েছে।