ইয়াছিন রানা সোহেল
ভারী বৃষ্টিপাতের কারণে সম্ভাব্য পাহাড় ধসের ক্ষতি মোকাবেলায় এবং পাহাড়ের ঝুঁকিতে বসবাসরত লোকজনদের সচেতন করতে জেলাপ্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শণ করেন। শনিবার বিকেলে জেলাপ্রশাসনের ছয়টি টিম ঝুঁকিপুর্ণ এলাকা পরিদর্শন করেন। শহরের রুপনগর, শিমুলতলী, মুসলিমপাড়া, লোকনাথ মন্দির, ভেদভেদি এসব ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত লোকজনদের নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ করেন ম্যাজিস্ট্রেটগণ।
জেলা প্রশাসনের এনডিসি হাসান মোঃ সোয়াইব জানান, জেলাপ্রশাসকের নির্দেশে আমরা বিভিন্ন এলাকা পরিদর্শন করি। লোকজনদের সাথে কথা বলি এবং ভারী বৃষ্টিপাত হলে তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে অনুরোধ করি। শহরের বিভিন্ন এলাকায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে বলে তিনি জানান। এসময় রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক মোঃ দিদার, স্কাউটস ও বিভিন্ন স্বেচ্ছাসেবি সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।