খাগড়াছড়ি প্রতিনিধি ॥
আওয়ামী লীগ-বিএনপি নেতার টিভি টকশো-এর রেশ গড়ালো খাগড়াছড়ির রাজপথে। পাল্টাপাল্টি অভিযোগ করে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে উভয় দলের নেতাকর্মীরা। বুধবার বেলা সাড়ে ১১ টায় শহরের নারিকেল বাগান সড়কের জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা।
টক শো’তে নিজ দলের নেতার ওপর বিএনপি নেতা ওয়াদুদ ভূইয়া’র ঔদ্ধত্যপূর্ণ আচরণ, মিথ্যাচার ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে এ কর্মসূচির আয়োজন করে জেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক হয়ে পৌর টাউন হলের সামনে থেকে ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে ফিরে আসে। সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, টকশোতে প্রকাশ্যে বিএনপি নেতা ওয়াদুদ ভূঁইয়া আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান মনিরকে আক্রমণাত্মক আচরণ করেছে। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছে। প্রকাশ্যে আওয়ামীলীগ নেতাকে হুমকি ও সরকার বিরোধী অপ-প্রচারের দায়ে বিএনপি নেতার বিচার দাবি করেন বক্তারা।
কর্মসূচিতে জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইলসহ অনেকে উপস্থিত ছিলেন।
অপরদিকে, খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া’কে আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনির হত্যার হুমকি ও উস্কানিমূলক আচরণের দায়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে। বেলা ১২ টার দিকে শহরের কলাবাগান এলাকার মিল্লাত চত্ত্বরের সামনে থেকে মিছিলটি বের করেন জেলা বিএনপি। মিছিলটি মূল সড়কে উঠতে গিয়ে পথিমধ্যে কয়েক দফায় পুলিশি বাধার মুখে পড়ে। একপর্যায়ে পুলিশি বাধা ও ব্যারিকেড ভেঙ্গে শহরের আদালত সড়কস্থ জেলা বিএনপির কার্যালয়ে এসে সমাবেশ করে।
এ সময় বক্তারা আওয়ামীলীগ নেতার অশালীন আচরণ, হত্যার হুমকির তীব্র নিন্দা জানান। তারা বলেন, ওয়াদুদ ভূঁইয়া পাহাড়ের মানুষের হৃদস্পন্দন। আওয়ামীলীগের স্বৈরাচারী মনোভাব দৃশ্যত। রাজপথে যেমন কথা বলতে দেয় না তেমনি গণমাধ্যমেও বিএনপি নেতাদের মুখ চেপে ধরতে চায় সরকার। ওয়াদুদ ভূ্ইঁয়াকে আওয়ামীলীগ নেতার হত্যার হুমকি হাস্যকর বলে মন্তব্য করেন নেতৃবৃন্দ।
এতে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু বক্তব্য রাখেন।
গত ১৯ জুন সন্ধ্যায় বেসরকারি একটি টিভি চ্যানেলে টক-শো চলাকালীন একে আওয়ামীলীগের মনিরুজ্জামান ও বিএনপি নেতা ওয়াদুদ ভূঁইয়ার কথা কাটাকাটির ঘটনা ঘটে।