নিজস্ব প্রতিবেদক ॥
পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি’র) ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৭তম কাউন্সিল উপলক্ষে রাঙামাটিতে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।
পিসিপি’র কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন মারমা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিপুন ত্রিপুরার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার। এতে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির সভাপতি অতুলন দাশ আলো, হিল উইমেন ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ¤্রানু চিং মারমা।
পার্বত্য শান্তি চুক্তির পর জনসংহতি সমিতি একটি বুলেটও জঙ্গলে রেখে আসে নাই উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে ঊষাতন তালুকদার বলেন, টাকা দিলে সবই মিলে, টাকা দিয়ে চুক্তির পক্ষ-বিপক্ষ সবাই অস্ত্র কিনছে। মাছ বেশিদিন রেখে দিলে যেমন দুর্গন্ধ বের হয় তেমনি ২৫ বছরেও চুক্তি বাস্তবায়ন না হওয়ায় এখন সেখান থেকে দুর্গন্ধ বের হচ্ছে। যেটা ক্যান্সারেও রূপ নিতে পারে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন সরকারকে বুঝাতে হবে, কিভাবে চুক্তি বাস্তবায়ন করা যায়। তাদের সাথে ঝগড়া করে লাভ হবে না। সরকার যদি আমাদের দাবি মেনে না হয়, আমরা অন্দোলন করবো। যে কোন উপায়ে আমরা চুক্তির বাস্তবায়ন করেই ছাড়বো।
তিনি আরও বলেন, উন্নয়ন বোর্ড আঞ্চলিক পরিষদের কাছে সব কিছু জানানোর কথা থাকলেও তারা কিছুই জানান না। কি উন্নয়ন করছে সেটিও আঞ্চলিক পরিষদ জানে না। আইন আছে কিন্তু উন্নয়ন বোর্ড তা মানছে না। ভূমি কমিশন কাজ করার জন্য আঞ্চলিক পরিষদ থেকে বিধিমালা দিয়েছে কিন্তু সময় পার হয়ে যাচ্ছে কাজের কোন অগ্রগতি নাই।
চুক্তি সরকার করেছে। চুক্তি বাস্তবায়ন না করে যদি বলেন বাস্তবায়ন করেছি তাহলে সাধারণ মানুষ কি বুঝবে। তাই সরকারের কাছে চুক্তি বাস্তবায়নে আন্তরিক হতে অনুরোধ করবো। চুক্তি বাস্তবায়ন হলে অনেক সমস্যা সমাধান হয়ে যাবে।
রবিবার দ্বিতীয় অধিবেশনে পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির কাউন্সিল অনুষ্ঠিত হবে।