জিয়াউল জিয়া
মৌসুমী বায়ুর প্রভাবে রাঙামাটিতে টানা বৃষ্টিপাত হচ্ছে। এতে শহরের বেশি কিছু সড়কে ধসের ঘটনা ঘটে। টানা বৃষ্টির প্রভাবে পাহাড়ে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীরা রয়েছে পাহাড়ধসের আশঙ্কায়।
শনিবার দুপুর পর্যন্ত শহরের সংযোগ সড়ক ফিসারি সড়কের পাশে দুটি স্থানে গাছ পড়ে। এতে শহরের যোগাযেগের একমাত্র সড়ক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এছাড়াও রেড়িও স্টেশন এলাকায় ও ফুরোমোন সড়কে গাছ পড়ে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরে সড়ক বিভাগের লোকজন গাছ কেটে যান চলাচল স্বাভাবিক করে। এদিকে পাহাড়ধসের শঙ্কা দেখা দিলে নিকটতম আশ্রয় কেন্দ্রে যেতে জেলা প্রশাসন থেকে মাইকিং করা হচ্ছে।
রাঙামাটি সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রনেন চাকমা বলেন, ফিসারি বাঁধসহ তিনটি স্থানে গাছ পড়েছিলো। আমরা দ্রæততম সময়ের মধ্যে সেগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করি।
রাঙামাটি আবহাওয়া পর্যাবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে জেলায় শুক্রবার দুপুর বারোটা থেকে শনিবার দুপুর বারোটা পর্যন্ত ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি আরও জানান, শনিবার সকাল ছয়টা থেকে বেলা বারোটা পর্যন্ত ৬৭.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এই বৃষ্টিপাত আরও ২-৩ দিন থাকতে পারে বলেও জানান তিনি।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে আশ্রয় কেন্দ্রে যেতে মাইকিং করা হচ্ছে। শহরের সবগুলো আশ্রকেন্দ্র প্রস্তুত আছে।