নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটিতে জনবসতি এলাকা থেকে গ্যাস সিলিন্ডারের ঝুঁকিপূর্ণ বিশাল মজুদ স্থানান্তরের দাবি জানিয়েছেন এলাকাবাসী। রবিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাঙামাটির টিএন্ডটি এলাকার জনগণ এক মানববন্ধনে এই দাবি জানান।
এসময় বক্তারা বলেন, এলাকার মৃত এনামুল হকের মালিকাধীন তিনটি দোকান এবং জিন্নাত আলীর চারটি দোকানে জসীম উদ্দিন নামে এক ব্যবসায়ী সবসময় ২-৩ হাজার গ্যাস সিলিন্ডার মজুদ রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এলাকায় সম্প্রতি সিলিন্ডার গ্যাসের গোডাউনের পাশে আগুনে পাঁচটি দোকানঘর পুড়ে যায়। গোডাউনের আংশিক আগুন লাগলেও ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহায়তার দ্রুত আগুন নেভানো সম্ভব হওয়ায় বিশাল ক্ষতি থেকে বেঁচে যায় এলাকার মানুষ। না হলে আরেকটি সীতাকুন্ড ট্র্যাজেডি হওয়ার আশঙ্কা ছিল বলে তারা অভিযোগ করেন।
এলাকাবাসী আরো অভিযোগ করেন, আগুনের ঘটনার পর এমন জনবহুল এবং ঘনবসতি এলাকায় বিস্ফোরক দ্রব্য রাখায় সাধারণ মানুষের জীবন বিপন্ন এবং জানমালের ব্যাপক ক্ষতির সম্মুখীনের শঙ্কা প্রকাশ করা হচ্ছে। গুদামের পাশেই সপ্তাহে দুইদিন সাপ্তাহিক হাট বসে। এলাকার ব্যাপক ক্ষতি ও জানমাল ক্ষয়ক্ষতি এড়াতে এলাকা থেকে গ্যাসের গোডাউন স্থানান্তরে দাবি জানান তারা। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন মো. খোরশেদ আলম, জহিরুল ইসলাম রনি, রোকেয়া আক্তার, মো. আবছার উদ্দিন, মো. আব্দুল বাকের, মো. হাসান মুরাদ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।