নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা
সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা বৌদ্ধমুূর্তি ও ভারতীয় ঔষধসহ দুই যুবককে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১১ এপ্রিল) সন্ধার দিকে অফিসার ইনচার্জ মাটিরাঙ্গা থানার নির্দেশনায় এস আই সাদ্দাম হোসেন ও এ এস আই কামরুল আরেফিন চৌধুরী বিশেষ অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গা শান্তি কাউন্টারের সামনে থেকে তাদেরকে আটক করে। বুধবার (১২ এপ্রিল) বিকালের দিকে এক প্রেস ব্রিফিংয়ে আটকের বিষয়টি নিশ্চিক করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: আমজাদ হোসেন।
আটককৃতরা হলেন, সৌরভ বড়ুয়া(২৪) ও অন্তর বড়ুয়া (২৯)। সৌরভ বড়ুয়া হাটহাজারী থানার বালুখালী পুর্নিয়া গ্রামের নিরোধ বড়ুয়ার ছেলে ও অন্তর বড়ুয়া মীরসরাই থানার নবাবপুর গ্রামের বাটু বড়ুয়ার ছেলে বলে জানা গেছে। এ সময় তাদের সাথে থাকা ৬টি বৌদ্ধমূর্তি, ২৪৬০ পিস ভারতীয় ঔষধ ২০ টি স্বচ্চ, প্লাস্টিকের ১২টি গোল্ডেন কালারের লকেট আটক করা হয় । যার বর্তমান বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা।
সৌরভ বড়ুয়া ও অন্তর বড়ুয় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানায়, ইতিপূর্বে তারা অবৈধ ভাবে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাং সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মালামাল বাংলাদেশে আনয়ন করে চট্রগ্রাম শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মাটিরাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহণে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।