পার্বত্যাঞ্চলে ঠোঁট কাটা, তালু কাটা ও মুগুর পা রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা সম্প্রসারণের লক্ষ্যে এক মত বিনিময় সভা রাঙামাটিতে অনুষ্ঠিত হয়। লায়ন মোখলেছুর রহমান (এলএমআরএফ) ফাউন্ডেশন এ মত বিনিময় সভার আয়োজন করে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে সোমবার দুপুর সাড়ে বারোটায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লায়ন মোখলেছুর রহমান (এলএমআরএফ) ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাঃ শামীম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা, নানিয়ারচর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোয়ালিটি চাকমা প্রমূখ।
উদ্যোক্তা প্রতিষ্ঠান লায়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বলেন, লায়ন মোখলেছুর রহমান (এলএমআরএফ) ফাউন্ডেশনের উদ্যোগে ও পরিচালনায় বিশিষ্ট চিকিৎসক টিমের সাহায্যে দরিদ্র্য ও অসহায় ঠোঁটকাটা, তালুকাটা রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে। এ বিষয়ে তিনি এ এলাকার রোগিদের স্বাস্থ্য সেবায় সকলের সহযোগিতা কামনা করেন।