জিয়াউল জিয়া
রাঙামাটির পুলিশের বিশেষ শাখা (ডিবি)র নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় চোলাই মদ ও মদ তৈরি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
রবিবার রাত ১০টার দিকে শহরের পিটিআই এলাকার পিছনে ৫পাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানের খবর পেয়ে পুলিশ কাছাকাছি আসলেই সবাই পালিয়ে যায়। এই এলাকাটি একদম নির্জন ও হ্রদতীরবর্তী হওয়ার কারনে দ্রুত পালিয়ে যেতে পেরেছে।
এসময় ৫টি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৬শত লিটার চোলাই মদ ও মদ তৈরি সরঞ্জাম উদ্ধার করা হয়। পলাতকদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
শান্তি রঞ্জন চাকমার বাড়ি থেকে ৩০০ লিটার, সমন্বয় দেওয়ান এর বাড়ি থেকে ১০০ লিটার, যুবলিকা তালুকদারের বাড়ি থেকে ৫০ লিটার, শান্তি চাকমার বাড়ি থেকে ৫০ লিটার, প্রলাধ চাকমার বাড়ি থেকে ১০০ লিটার মদ ও মদ তৈরি সরঞ্জাম উদ্ধার করা হয়।