রাঙামাটি ডিসি বাংলো পার্কে প্রতিদিন বিকালে প্রচুর দর্শনার্থী সমাগম হয়। বিশেষ করে ছুটির দিনগুলিতে উপচেভরা ভিড় লক্ষ্য করা যায়। তবে টয়লেট না থাকায় বিভিন্ন স্থান থেকে আসা এসব দর্শনার্থীদের বিড়ম্বনা পড়তে হয়। পার্কে টয়লেট দুটি থাকলেও সেগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দর্শনার্থীরা টয়লেট দুটির সংস্কার দাবি করেছেন।
ছবি ও তথ্য—শংকর হোড়।