ঝুলন দত্ত, কাপ্তাই
রাঙামাটির কর্ণফুলি নদীতে নাব্য সংকট দেখা দেওয়ায় ড্রেজিংয়ের জন্য রবিবার ভোর থেকে বুধবার ভোর পর্যন্ত তিনদিন ফেরি চলাচল বন্ধের ঘোষণা দেয় রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ। তবে ড্রেজিং ছাড়াই তিনদিন বন্ধ থাকার পর ফের চালু হল ফেরি চলাচল। রবিবার কাজের শুরুতে ড্রেজিংয়ের জন্য আনা ক্রেনটি ডুবে যাওয়ায় ড্রেজিং শুরুই করতে পারেনি সড়ক ও জনপথ বিভাগ। পরে মঙ্গলবার রাতে ক্রেনটি উদ্ধারের পর বুধবার সকাল ছয়টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এতে তিনদিন পর রাঙামাটির সাথে বান্দরবান জেলা ও রাজস্থলী উপজেলার সাথে সড়ক পথে যোগাযোগ শুরু হয়।
যাত্রীরা জানায়, চন্দ্রঘোনা ফেরিঘাট ব্যবহার করে রাঙামাটি-খাগড়াছড়ি-বান্দরবান জেলা এবং রাঙামাটির রাজস্থলী উপজেলার যাত্রী এবং পণ্য পরিবহনের একমাত্র যোগাযোগ মাধ্যম। এছাড়া চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার অনেক জনগণ এই ফেরি ব্যবহার করে থাকেন। তাঁরা এই কর্ণফুলী নদীতে একটি সেতুর জন্য দাবি জানান।
রাঙামাটি সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ও উপ সহকারী প্রকৌশলী রবিউল আউয়াল জানান, বুধবার সকাল ৬টা হতে সচল হয়েছে চন্দ্রঘোনা ফেরি চলাচল। ডুবে যাওয়া ক্রেনটি উদ্ধারে মঙ্গলবার চট্টগ্রাম হতে একটি বার্জ ক্রেন আনা হয়েছে এবং গতকাল রাত ১১টায় ক্রেনটি উদ্ধার কাজ শেষ করে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।