নিজস্ব প্রতিবেদক, দীঘিনালা ॥
ঢাকায় সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ওপর ‘স্টুডেন্টস ফর সভারেন্টির’ হামলার প্রতিবাদ জানিয়ে বিচারের দাবিতে খাগড়াছড়ির দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শনিবার সকালে ছাত্র-জনতার ব্যানারে দীঘিনালার বাঘাইছড়ি দুঅর এলাকায় বাবুছড়া কলেজ সংলগ্ন চৌমুহনী মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
সাধারণ ছাত্র রিকন চাকমার সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় সাবেক ইউপি মেম্বার কৃপা রঞ্জন চাকমা। এতে বক্তব্য রাখেন রিটেন চাকমা।
ঢাকায় সংক্ষুদ্ধ আদিবাসী ছাত্র জনতার ওপর ‘স্টুডেন্টস ফর সভারেন্টির’ হামলা ও তার প্রতিবাদে সংক্ষুদ্ধ ছাত্র জনতা আয়োজিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে মিছিলে পুলিশী হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেপ্তার ও স্টুডেন্টস ফর সভারেন্টি নামক সংগঠনকে নিষিদ্ধের দাবি জানানো হয় সমাবেশ থেকে। এছাড়া ঢাকাতে হামলায় আহতদের চিকিৎসার যাবতীয় খরচ বহন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানানো হয়।