নিজস্ব প্রতিবেদক ॥
তঞ্চঙ্গ্যা ছাত্র-ছাত্রীদের সুসংগঠিত ও অধিকার রক্ষা করা সংগঠন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্ট’র ওয়েলফেয়ার ফোমারের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাঙামাটির টং ইকো রিসোর্টে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্ট’স ওয়েলফেয়ার ফোরাম প্রতিষ্ঠাতা আহ্বায়ক উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, সদস্য সচিব প্রীতিরঞ্জন তঞ্চঙ্গ্যা, যুগ্ম আহ্বায়ক নাজিব তঞ্চঙ্গ্যা, যুগ্ম সদস্য সচিব নিরন্ত তঞ্চঙ্গ্যা, সদস্য অ্যাড. সুদীব তঞ্চঙ্গ্যা, ছাত্র সংগঠনের নেতা রণজিৎ তঞ্চঙ্গ্যা ও ডাক্তার জয়ধন তঞ্চঙ্গ্যাসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে চলমান পরিস্থিতিতে আমাদের তঞ্চঙ্গ্যা ছাত্র প্রতিনিধিদের সজাগ থাকতে হবে। কিছু মহল চাকমা, মারমা ও বম জনগোষ্ঠীর মতো আমাদের মাঝেও বিভাজনের পায়তারা করছে। যে কোনো পরিস্থিতিতে আমাদের সব সময় সজাগ দৃষ্টি রেখে সামনে এগোতে হবে। এ সময় বক্তারা সংগঠনটি প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের তাগিদ দেন।
পরে সাবেক ও বর্তমান সদস্যদের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উল্লেখ্য, শিক্ষা, সংস্কৃতি, ঐক্য, প্রগতি এই মূলনীতি নিয়ে ২০০৬ সালে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরামে যাত্রা শুরু হয়। এই প্রথম সাবেক ও বর্তমান কমিটির সদস্যদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।