তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে রাঙামাটি সনাকের ইয়েস এবং ইয়েস ফ্রেন্ডস এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিনব্যাপি শহরের একটি রেস্টুরেন্টে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা পরিচালনা করেন টিআইবি চট্টগ্রাম ক্লাস্টারের প্রোগ্রাম ম্যানেজার এ.কে.এম.রেজাউল কবির আকাশ, রংপুর ক্লাস্টার প্রোগ্রাম ম্যানেজার আল-আমিন মিয়া।
এতে রাঙামাটি সনাকের সহ-সভাপতি ও ইয়েস উপ-কমিটির আহ্বায়ক অমলেন্দু হাওলাদার এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন রাঙামাটির এরিয়া ম্যানেজার মোহাম্মদ মাসুদুল আলমসহ ইয়েস সদস্য এবং ইয়েস ফ্রেন্ডবৃন্দ।
সমাপনীতে বক্তারা বলেন, দেশের নাগরিক হিসেবে তথ্য জানা আমাদের অধিকার। এই তথ্য জানার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। নয়তো দেশের বিভিন্ন বিত্তশালিরা আমাদের অধিকার খর্ব করে নিজেদের স্বার্থে কাজ করবে এবং দিনে দিনে আরো বিত্তশালী হয়ে উঠবে।
বক্তারা আরো বলেন, ২০০৯ সালে যে তথ্য জানার আইন করা হয়েছে সে সম্পর্কে দেশের সকল নাগরিককে সচেতন করে তুলতে হবে। এর জন্য তরুণরা মুখ্য ভূমিকা রাখতে পারে বলে বক্তারা মন্তব্য করেন।
আলোচনা সভায় বক্তারা আরো বলেন, টিআইবি রাঙামাটি সনাক অ্যালাক নামে একটি কাজ করছে, যার কাজ হচ্ছে মানুষকে আইন বিষয়ে তথ্য বা পরামর্শ দেওয়া। তাই এই বিষয়ে সকলকে বলতে হবে এবং প্রচার করতে হবে, যাতে করে যারা আইন বিষয়ে ভয় পায় এবং বিভিন্ন হয়রানির শিকার হচ্ছে তারা সহযোগিতা পায়। সারা দেশের তরুণরা যে ভাবে দুর্নীতি বিরোধী কাজ করছে, আর নিজে সচেতন হচ্ছে ও অন্যকে সচেতন করছে, এভাবে দেশকে দুর্র্নীতিমুক্ত করে এগিয়ে নেওয়া সম্ভব বলে বক্তারা আশা প্রকাশ করেন।