মো. ইসমাইল, পানছড়ি
‘আমাদের শহর, আমরাই রাখবো পরিষ্কার’ এ শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ব্যানারে এগিয়ে আসে পানছড়ি উপজেলার প্রায় দেড় শতাধিক ছাত্র-ছাত্রীদের একটি টিম।
শুরুটা চ্যালেঞ্জিং ছিলো। নানা মতের ওপর ভিত্তি করে পানছড়িকে একটি পরিচ্ছন্ন ‘বিডি ক্লিন’ টিম তৈরি করাটা কঠিন হয়ে পড়েছিলো। সাইফুল, ইসমাইল, মনিরের গোল বৈঠকেই সিদ্ধান্ত হয় পানছড়িকে নিয়ে কিছু করা। তবে কি করা যায় ভাবতে ভাবতে সিদ্ধান্ত হয় বিডি ক্লিন কে পরিপূর্ণ রূপ দেয়া।
যেই ভাবা সেই কাজ। সংগঠনটির জেলা নেতৃবৃন্দের সাথে আলোচনা করে কাজ শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়। তবে কাজ শুরু করতে প্রয়োজন সহযোদ্ধা। এই সহযোদ্ধাদের একত্রিত করাটাই সবচাইতে বড় চ্যালেঞ্জিং ছিলো।
তবে সামাজিক কাজ বলে কথা। অল্প কিছুটা সময়ের ভেতরই সদস্য সংখ্যা বেড়ে চলতেই থাকে। আয়োজন করা হয় পরিচিতি পর্বের। তারপর থেকেই শুরু হয় কার্যক্রম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহুদিনের জমে থাকা ময়লা- আবর্জনা, সবকিছু এক নিমিষেই পরিষ্কার করে দিল বিডি ক্লিন, টিম পানছড়ির সহযোদ্ধারা। এতে কাজের অনুপ্রেরণা হিসেবে অংশ নেয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা জানান, বিডি ক্লিনের এমন কাজ একটি মহৎ উদ্দ্যোগ। বিনা পয়সায় তাঁরা যেভাবে সমাজ সংস্কারে কাজ করে যাচ্ছে তাতে খুবই আনন্দিত আমি। তাঁরা আমাদের হাসপাতালটিকে ময়লা মুক্ত করেছে। আমি চাই স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন,টিম পানছড়ি সবসময়ই ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি সমাজের বহুমুখী সামাজিক কাজেও অংশ নিক।
তবে কিছুটা আক্ষেপ ডাক্তার অনুতোষ চাকমার। তিনি জানান, আমাদের হাসপাতালের ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট কোনো জায়গা নেই। উপজেলা প্রশাসনকে বারবার অবহিত করার পরেও এর কোনো সুফল মিলছে না।
এরপর বিডি ক্লিন টিম, পানছড়ির আয়োজনে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়, পানছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতার অভিযান পরিচালনা করে টিমের সহযোদ্ধারা। শুধু পরিচ্ছন্নতাই নয়, বিদ্যালয়ে গাছ ও লাগিয়েছেন তারা।
গত শুক্রবার পানছড়ি থানা হতে পুরাতন কোর্ট বিল্ডিং এরিয়া পরিচ্ছন্নতার কার্যক্রম করে বিডি ক্লিন, টিম পানছড়ি। এতে প্রায় ৬৫ জন সহযোদ্ধা এই অভিযানে অংশ নেয়।
পানছড়ি প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মাহিম জানান, বিডি ক্লিন, টিম পানছড়ির বেশকিছু কার্যক্রম আমাদের চোখে পড়েছে। তাদের কার্যক্রম সন্তুষ্টজনক। বিনা পয়সায় যেমনটি করে তাঁরা শ্রম দিয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলি পরিষ্কার-পরিচ্ছন্ন করে আসছে তা খুবই প্রশংসনীয়।
এদিকে সংগঠনটির পানছড়ি উপজেলার নেতৃবৃন্দরা জানান, আমরা খুব অল্প সময়ে অনেকটা সাড়া পেয়েছি। সামাজিক কাজ করতে আমরা প্রত্যেকেই বরাবরই উৎসুক। প্রতি শুক্রবার একটি করে প্রোগ্রাম পরিচালনা করে থাকি আমরা। যেসব জায়গা খুবই অপরিষ্কার, আমরা সেগুলি পরিষ্কার করে থাকি। পাশাপাশি ঐ অপরিচ্ছন্ন স্থানটি পরবর্তীতেও পরিচ্ছন্ন রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকি। এখানে আমরা কাজের বিনিময়ে কোনো বেতন পাই না। আমরা বিনা পয়সায় কাজ করে যাই। বরং প্রতিটি প্রোগ্রামে আমাদের ব্যক্তিগত অর্থ ব্যবহার করতে হয়।
এছাড়াও তাঁরা জানান, আমাদের কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের সরঞ্জামাদি এবং নিজেকে সুরক্ষিত রাখতে আনুষাঙ্গিক অনেক কিছুই প্রয়োজন হয়। তাই স্থানীয় প্রশাসন সহ সকলের নিকট তাদের আবেদন, উৎসাহ হিসেবে কার্য উপকরণ দিয়ে সহায়তা করার।
বিডি ক্লিন, টিম পানছড়ির এমন কাজে বাহবা দিচ্ছে সকলেই। আবার সংগঠনটির মধ্য দিয়ে বিনা পয়সায় মানুষের সেবা করতে পেরেও আনন্দিত টিমের প্রত্যেক সদস্যরা।